মালেকা পারভীন

মালেকা পারভীন

মালেকা পারভীনের কাছে আরাধনার আরেক নাম সাহিত্য। তিনি বিশ্বাস করেন বেঁচে থাকার আনন্দ পরিপূর্ণতা পায় একনিষ্ঠ সাহিত্য মগ্নতায়। সেই ব্রত নিয়ে তিনি তাঁর মতাে করে নিমগ্ন আছেন নিরন্তর সাহিত্যসাধনায়। পড়া আর লেখাকে তিনি গ্রহণ করেছেন জীবনের যাবতীয় প্রতিকূলতা মােকাবিলায় মােক্ষম প্রতিরােধব্যবস্থা হিসেবে। অবধারিত বাড়তি পাওনা বিশুদ্ধ আনন্দ যার স্বরূপ অপার্থিব। মালেকা পারভীন মূলত ছােটগল্প লিখে থাকেন। কবিতাও তাঁর আরেক ভালােবাসা। বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই। বাংলাদেশের বিভিন্ন সাহিত্য সাময়িকী ও পত্রিকা, লিটল ম্যাগাজিন এবং অনলাইন সাহিত্য পাতায় নিয়মিতভাবে তাঁর লেখা প্রকাশিত হয়ে আসছে। প্রকাশিত গ্রন্থসমূহ : সিদ্ধান্ত (গল্পগ্রন্থ, ২০১২), অনুধাবনের মতাে কিছু (গল্পগ্রন্থ, ২০১৫), সব পাখি ঘরে আসে (গল্পগ্রন্থ, ২০১৮), বৈদেশ বৈরাগে (মুক্ত গদ্য ২০১৯)।

মালেকা পারভীন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon